মাধ্যমিক সাজেশন ২০২৩
Madhyamik Suggestion 2023
আপনি কি আসন্ন মাধ্যমিক পরীক্ষার সাজেশন পিডিএফে ডাউনলোড করতে চাইছেন? তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে রয়েছেন। আমরা এই ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার সাথে জড়িত সমস্ত কিছু অর্থাৎ প্রশ্নপত্র, সাজেশন,মডেল প্রশ্ন শেয়ার করেছি।
সাজেশন পাশাপাশি প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্ন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পোস্টটি সঠিকভাবে পড়ুন যাতে আপনি মাধ্যমিক প্রশ্নপত্রে সমস্ত তথ্য পেতে পারেন। এখানে সমস্ত প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্র রয়েছে। বিগত বহু বছরের প্রশ্নটি এখানে দেওয়া হয়। এটি অবশ্যই আপনাকে আসন্ন পরীক্ষার প্রশ্নপদ্ধতি জানতে সহায়তা করবে। আমাদের পোস্টের একটিমাত্র উদ্দেশ্য রয়েছে যাতে শিক্ষার্থীরা সমস্ত সঠিক তথ্য পেতে পারে। এই ব্লগে প্রশ্নপত্র প্রকাশের একমাত্র উদ্দেশ্য হ'ল শিক্ষার্থীদের প্রশ্নের ফর্ম্যাট বুঝতে সহায়তা করা। এখানে আপনি পিডিএফ আসল প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেন। প্রশ্নটি পিডিএফে ডাউনলোড করুন।
WBBSE Madhyamik Exam Suggestion 2023
মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ – Madhyamik All Subjects Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে। মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal Madhyamik All Subjects Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik All Subjects Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik All Subjects Suggestion 2023 – মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik All Subjects 2023 পরীক্ষা তে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি।
প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এই সাজেশন করা হয়েছে। আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে এবং বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে এই সাজেশন তৈরি করেছি ২০২৩ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য।
Madhyamik Test Series
Class-X
Subject-Life Science (Set-I)
বিভাগ-ক
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ১x১৫ = ১৫
১.১ সঠিক জোড়টি নির্বাচন কর:
ক) কর্নিয়া—এটি কোরয়েডকে রক্ষা করো।
খ) অ্যাকুয়াস হিউমর-এটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এবং চোখের আভ্যন্তরীণ চাপ নির্ণয় করে।
গ) আইরিশ বা কণীনিকা—রেটিনাকে রক্ষা করে।
ঘ) অশ্রুগ্রন্থি—এটি কর্ণিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে।
১.২ থাইরক্সিন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত কর।
ক) থাইরক্সিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে।
খ) থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে।
গ) থাইরক্সিন দেহের মৌল বিপাকীয় হারের হ্রাস বৃদ্ধি ঘটায়।
ঘ) থাইরক্সিন তারারন্ধ্রকে প্রসারিত করে এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে।
১.৩ লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে পড়ে। এটি হল—
ক) ফটোন্যাস্টিক চলন
খ) থার্মোন্যাস্টিক চলন
গ) সিসমোন্যাস্টিক চলন
ঘ) কেমোন্যাস্টিক চলন
১.৪ NOR বলা হয়—
ক) মুখ্য খাঁজকে
খ) টেলোমিয়ারকে
গ) গৌণ খাঁজকে
ঘ) স্যাটেলাইটকে
১.৫ মাইটোসিস কোষবিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা হল—
ক) অ্যানাফেজ
খ) মেটাফেজ
গ) প্রোফেজ
ঘ) টেলোফেজ
১.৬ একটি জলপরাগী ফুলের উদাহরণ হল
ক) ধান
খ) আম
গ) পাতাঝাঁঝি
ঘ) পলাশ
১.৭ নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি?
ক) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
খ) পায়ের আঙুলের সংখ্যা বৃদ্ধি পাওয়া
গ) পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি
ঘ) সমগ্র দেহের আকার বৃদ্ধি।
১.৮ “অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ” মতবাদের প্রবক্তা হলেন—
ক) বিজ্ঞানী ল্যামাক
খ) বিজ্ঞানী ডারউইন
গ) বিজ্ঞানী ওপারিন
ঘ) বিজ্ঞানী ফক্স
১.৯ পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত থাকে—
ক) ১০টি বায়ুথলি
খ) ৮টি বায়ুথলি
গ) ৯টি বায়ুথলি
(ঘ) ৭টি বায়ুথলি।
১.১০ সবুজ বর্ণান্ধতাকে বলে—
ক) প্রোটানোপিয়া
খ) ডিউটেরানোপিয়া
গ) ট্রাইটানোপিয়া
ঘ) কোনোটাই নয়।
১.১১ একটি ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা হল-
ক) 22A+X
খ) 22A+Y
গ) 44A+XY
ঘ) 44A+XX
১.১২ সবুজ ও গোলাকার বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ হল—
ক) YYRR, YYRr
খ) yyRR, yyRr
গ) YYrr, Yyrr
ঘ) yyrr, YyRR
১.১৩ একটি নাইট্রিফাইং ব্যাকটিরিয়া হল-
ক) ব্যাসিলাস মাইকয়ডিস
খ) সিউডোমোনাস
গ) নাইট্রোসোমোনাস
ঘ) কোনোটাই নয়।
১.১৪ ডিসলেক্সিয়া রোগটি হয়—
ক) পারদ থেকে
খ) ক্যাডমিয়াম থেকে
গ) আর্সেনিক থেকে
ঘ) সীসা থেকে
১.১৫ হাঁপানির ওষুধ হিসাবে ব্যবহৃত উপক্ষারটি হল—
ক) ডাটুরিন
খ) ভ্যাসিসিন
গ) কুইনাইন
ঘ) রেসারপিন
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন
বিভাগ-খ
২. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। ১×২১ = ২১
নীচের বাক্যগুলোয় শূন্যস্থানগুলোকে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি) ১×৫=৫
২.১ অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় _______ হরমোনকে।
২.২ একটি নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় উদ্ভিদ হরমোন হল __________।
২.৩ সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে অবস্থান করে তাকে ___________ ক্রোমোজোম বলে।
২.৪ রোলার জিভ হল __________ বৈশিষ্ট্য।
২.৫ নিউম্যাটোফোর থাকে ___________ উদ্ভিদে।
২.৬ উদ্ভিদকোষে বেমতন্ত্র গঠনে সাহায্য করে ________।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ কর। (যে কোনো পাঁচটি) ১×৫=৫
২.৭ পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গরুমারা গণ্ডার প্রকল্পের জন্যে বিখ্যাত।
২.৮ জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।
২.৯ ভারতের প্রথম জাতীয় উদ্যান হল কানহা জাতীয় উদ্যান।
২.১০ পত্রকন্টক লবণাম্বু উদ্ভিদে দেখা যায়।
২.১১ হিমোফিলিয়া একটি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ।
২.১২ সস্যল উদ্ভিদের ক্ষেত্রে নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল 3n
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো। (যে কোনো পাঁচটি) ১×৫=৫
A স্তম্ভ | B স্তম্ভ |
২.১৩ মায়োপিয়া | (ক) উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি): ১×৬=৬
২.১৯ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
প্রভুগ্রন্থি : পিট্যুইটারি : : __________ : হাইপোথ্যালামাস।
২.২০ বিসদৃশ শব্দটি বেছে লেখো : ক্রোমোজোম, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম
২.২১ সাইনোভিয়াল তরলের কাজ কি?
২.২২ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তগর্ত। সেই বিষয়টি খুঁজে বার করে লেখো।
প্রাকৃতিক অঙ্গজ জনম, মূলের দ্বারা জনন, কান্ডের দ্বারা জনন, পাতার দ্বারা জনন।
২.২৩ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।
২.২৪ সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে।
২.২৫ সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন বন্যপ্রাণীর নাম লেখো।
২.২৬ JFM-এর সম্পূর্ণ নাম কি?
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩
বিভাগ-গ
নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো : ২×১২=২৪
৩.১ একটি ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোন ও একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো।
৩.২ মানুষের দ্বিতীয় ও পঞ্চম জোড়া করোটিক স্নায়ুর নাম লেখো।
৩.৩ মাছের গমনে পৃষ্ঠ পাখনা ও মায়োটম পেশীর ভূমিকা লেখো।
৩.৪ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো।
৩.৫ মিয়োসিস কোষবিভাজনকে কেন হ্রাস বিভাজন বলে ?
৩.৬ কোশচক্রের দুটি গুরুত্ব লেখো।
৩.৭ কোরকোদগমের সাহায্যে বংশবিস্তার করে এরকম একটি প্রাণী এবং খণ্ডীভবনের সাহায্যে বংশবিস্তার করে এরকম একটি উদ্ভিদের নাম লেখো।
৩.৮ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে।
৩.৯ একটি ও কালো ও কর্কশ রোমযুক্ত গিনিপিগ (BbRr) থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
৩.১০ থ্যালাসেমিয়া রোগের দুটি লক্ষণ লেখো।
৩.১১ অভিব্যক্তি কাকে বলে?
৩.১২ পর্ণকাণ্ডের : দুটি অভিযোজনগত গুরুত্ব লেখো।
৩.১৩ মিলার উরের পরীক্ষায় কোন্ কোন্ গ্যাস কি কি অনুপাত নেওয়া হয়েছিলো?
৩.১৪ ডি-নাইট্রিফিকেসন কাকে বলে? একটি ডি-নাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম লেখো।
৩.১৫ চারটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।
৩.১৬ ন্যাটালিটি ও মর্টালিটি কাকে বলে ?
৩.১৭ ক্রায়োসংরক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো।
বিভাগ-ঘ
৪. নিম্নলিখিত ছয়টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো।
৪.১ একটি মানবচক্ষুর চিত্র অঙ্কন করে নিম্নলিখিত চারটি অংশ চিহ্নিত কর।
রেটিনা, লেন্স, পীতবিন্দু, অ্যাকুয়াসহিউমর। ৩+২=৫
অথবা
মাইটোসিস কোষবিভাজনের মেটাফেজ দশার চিহ্নিত চিত্র অঙ্কন করে চারটি অংশ চিহ্নিত কর।
মেরু অঞ্চল, অবিচ্ছিন্নতত্ত্ব, ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার।৩+২=৫
৪.২ ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্পর্কে লেখো। মাইটোসিস কোষবিভাজনের প্রোফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো। ৩+২=৫
অথবা
উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণীকোষের সাইটোকাইনেসিসের দুটি পার্থক্য লেখো। জনুক্রম কাকে বলে? মানববিকাশের চতুর্থ দশার একটি বৈশিষ্ট্য লেখো।২+২+১=৫
৪.৩ দ্বি-সংকর জনন কাকে বলে? মটর উদ্ভিদের দ্বিসংকর : জনন পরীক্ষাটি থেকে প্রাপ্ত জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত দুটি লেখো। এই পরীক্ষা থেকে মেন্ডেল যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তা লেখো। ১+২+২=৫
অথবা
বর্ণান্ধতা কাকে বলে এবং এর কারণ কি? মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি চেকারবোর্ডের মাধ্যমে দেখাও।২+৩=৫
৪.৪ অভিব্যক্তি সংক্রান্ত ডারউইনের মতবাদটি ব্যাখ্যা কর।৫
অথবা
শ্রমিক মৌমাছি খাদ্য উৎসের সন্ধান পেলে ও মৌচাক থেকে খাদ্য উৎসের দূরত্ব বোঝার পর কি কি ধরনের নৃত্য প্রদর্শন করে? মরুভূমির প্রাণী উটের জল ক্ষয় রোধের জন্যে তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ কর।২+৩=৫
৪.৫ জীব বৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য হ্রাসের চারটি কারণ লেখো। ১+৪=৫
অথবা
ইনসিটু সংরক্ষণ কাকে বলে? পশ্চিমবঙ্গে অবস্থিত একটি অভয়ারণ্য ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণে PBR-এর ভূমিকা লেখো।১+২+২=৫
৪.৬ জীব বিবর্ধন কাকে বলে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর। ব্রংকাইটিস রোগের লক্ষণগুলি কি কি?৩+২=৫
অথবা
ইউট্রিফিকেশন কাকে বলে? ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে প্রধান তিনটি সমস্যার কথা উল্লেখ কর। ২+৩=৫
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩
মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 (Madhyamik 2023 / WB Madhyamik 2023 / MP Exam 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2023 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.webengalstudents.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) সমস্ত বিষয়ের পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik All Subjects Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion / Madhyamik Pariksha All Subjects Suggestion / All Subjects Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা সম্পন্ন হলো । আমাদের ছোট প্রচেষ্টা ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে আমরা খুশি হব।আমাদের প্রয়াস মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 / দশম শ্রেণী সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / দশম শ্রেণী সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ (Madhyamik All Subjects Suggestion 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion 2023 / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion 2023 / Madhyamik Pariksha All Subjects Suggestion 2023 / Madhyamik All Subjects Exam Guide 2023 / Madhyamik All Subjects MCQ , Short , Descriptive Type Question and Answer 2023 / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) সফল হবে।
ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Suggestion 2023" মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই www.webengalstudents.in ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি অনুসরণ করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
মাধ্যমিক বাংলা সাজেশন 2023
মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023
মাধ্যমিক গণিত সাজেশন 2023
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023
0 Comments