মাধ্যমিক সাজেশন ২০২৩|Madhyamik Test Series |Physical Science (Set-I)|Madhyamik Suggestion 2023| WB Madhyamik 2023| Class 10 | Madhyamik 2023 |

মাধ্যমিক সাজেশন ২০২৩

Madhyamik Suggestion 2023

আপনি কি আসন্ন মাধ্যমিক পরীক্ষার সাজেশন পিডিএফে ডাউনলোড করতে চাইছেনতাহলে আপনি সঠিক ওয়েবসাইটে রয়েছেন। আমরা এই ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার সাথে জড়িত সমস্ত কিছু অর্থাৎ প্রশ্নপত্রসাজেশন,মডেল প্রশ্ন শেয়ার করেছি

সাজেশন পাশাপাশি প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্ন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পোস্টটি সঠিকভাবে পড়ুন যাতে আপনি মাধ‍্যমিক প্রশ্নপত্রে সমস্ত তথ্য পেতে পারেন। এখানে সমস্ত প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্র রয়েছে। বিগত বহু বছরের প্রশ্নটি এখানে দেওয়া হয়। এটি অবশ্যই আপনাকে আসন্ন পরীক্ষার প্রশ্নপদ্ধতি জানতে সহায়তা করবে। আমাদের পোস্টের একটিমাত্র উদ্দেশ্য রয়েছে যাতে শিক্ষার্থীরা সমস্ত সঠিক তথ্য পেতে পারে। এই ব্লগে প্রশ্নপত্র প্রকাশের একমাত্র উদ্দেশ্য হ'ল শিক্ষার্থীদের প্রশ্নের ফর্ম্যাট বুঝতে সহায়তা করা। এখানে আপনি পিডিএফ আসল প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেন। প্রশ্নটি পিডিএফে ডাউনলোড করুন

Madhyamik suggestion 2023

WBBSE Madhyamik Exam Suggestion 2023

মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ – Madhyamik All Subjects Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে। মাধ্যমিক  সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্তঅতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik All Subjects Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik All Subjects Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ খুঁজে চলেছেনতারা নিচে দেওয়া Madhyamik All Subjects Suggestion 2023 – মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik All Subjects 2023 পরীক্ষা তে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি।

প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এই সাজেশন করা হয়েছে। আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে এবং বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে এই সাজেশন তৈরি করেছি ২০২৩ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য

Madhyamik Physical Science Suggestion 2023

Madhyamik Suggestion 2023

Madhyamik Test Series

Class-X

Subject-Physical Science (Set-I)

Group-A

1. সঠিক উত্তর নির্বাচন করো :1x15=15

i) বায়োগ্যাসের প্রধান উপাদানটি হল-

a) হাইড্রোজেন

b) বিউটেন

c) CO2

d) মিথেন

ii) তাপমাত্রা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব

a) বৃদ্ধি পায়

b) হ্রাস পায়

c) অপরিবর্তিত থাকে

d) প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়

iii) 46 gm সোডিয়াম বলতে কত গ্রাম পরমাণু সোডিয়াম ?

a) 1gm পরমাণু

b) 2 গ্রাম পরমাণু

c) 3 গ্রাম পরমাণু

d) 4 গ্রাম পরমাণু

iv) গ্যাসের আয়তন প্রসারণ কোনটির ওপর নির্ভরশীলত

a) গ্যাসের ভর

b) গ্যাসের চাপ

c) গ্যাসের উষ্ণতা

d) গ্যাসের চাপ উষ্ণতা দুই-

v) দীর্ঘ দৃষ্টির প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দূরত্বের

a) উত্তল লেন্স

b) অবতল লেন্স

c) উত্তল অবতল লেন্স

d) সমতল উত্তল লেন্স

vi) কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়

a) 60°

b) 0°

c) 90°

d) 45°

vii) তড়িৎশক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায়-

a) বৈদ্যুতিক জেনারেটর

b) বৈদ্যুতিক মোটর

c) ট্রান্সফরমার

d) AC ডায়নামে

viii) বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি

a) শ্রেণী সমবায়ের যুক্ত

b) সমান্তরাল সমবায়ে যুক্ত

c) মিশ্র সমবায়ে যুক্ত

d) কোনটিই নয়

ix) উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কোনটির?

a) রূপো

b) ক্রোমিয়াম

c) কাচ

d) জার্মোনিয়াম

x) α,β γ রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা ক্রম

a) α>β>γ

b) γ>β>α

c) α >γ> β

d) γ> α > β

xi) কোনটি পর্যায়গত ধর্ম নয়?

a) গলনাঙ্ক

b) পারমানবিক আয়তন

c) তড়িৎ ঋণাত্মকতা

d) তেজস্ক্রিয়তা

xii) অ্যালুমিনিয়ামের আকরিক হলো

a) রেড হেমাটাইট

b) ক্যালামাইন

c) বক্সাইট

d) সিডারাইট

xiii) নীচের কোন গ্যাসটি নেসলার দ্রবণে পাঠালে দ্রবণ বাদামী বর্ণ ধারণ করে?

a) HS

b) Cl2

c) CO

d) NH3

xiv) কোন ধাতুটি জলের সাথে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে?

a) Na

b) Cu

c) Pb

d) Zn

xv) দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনটি হল

a) ইথানল

b) প্রোপাইন

c) মিথেন

d) ইথিলিন

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023

Group-B
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উপর দাও: 1x21=21

i) CNG এর পুরো নাম লেখো

ii) আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ লেখো

iii) ম্যাগনেসিয়াম ফিতা জ্বালালে কিছু ছাই পড়ে থাকে। এখানে ভরের সংরক্ষণ হলো কিতোমার কি মনে হয়?

iv) তরলের প্রসারণ গুনাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখো

v) গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়?

vi) একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

vii) কোনো পরিবাহির যে উষ্ণতায় উহার রোধাঙ্ক শূণ্য হয় সেই উষ্ণতাকে কী বলে?

viii) ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে কোন্ সমবায়ে যুক্ত থাকে?

ix) সোডিয়াম পটাসিয়ামের মধ্যে কোনটি অধিকতর ধাতব?

x) সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌলটির নাম লেখো

xi) একটি যৌগের নাম লেখো যার ক্ষেত্রে আনবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটির ব্যবহার যথাযথ

xii) তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

xiii) নীচের যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য CuSO4, KOH, CH3COOH, H2SO4

xiv) উর্ধ্বাকাশে বিদ্যুৎক্ষরণের সময় N2 O2 এর বিক্রিয়ায় যে বর্ণহীন গ্যাসটি উৎপন্ন হয় তার নাম লেখো

xv) ধাতুর সক্রিয়তা শ্রেণীতে সবচেয়ে ওপরে থাকা ধাতুটির নাম লেখো

xvi) লাইকার অ্যামোনিয়া কাকে বলে?

xvii) পারদ সংকর বা অ্যামালগাম কাকে বলে ?

xviii) PVC এর মনোমারটির নাম লেখো

xix) CH3COOH যৌগটির IUPAC নাম লেখো

xxx) অ্যালকেন শ্রেণীর কোনো যৌগ থেকে 1টি H পরিমাণু অপসারিত হলে উৎপন্ন গ্রুপকে কি বলে ?

xxxi) চালর্সের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী ?

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

Group-C

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2x9=18

i) ওজোন স্তরে কীভাবে ওজোন অনু উৎপন্ন হয় ?

ii) বেলুনে ফুঁ দিলে চাপ বাড়ে আয়তনেও বাড়ে ঘটনাটি কীভাবে ব্যাখ্যা করবে?

বা

গ্যাসের অনুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও

iii) নীল কাচের মধ্য দিয়ে লাল ফুলকে কালো দেখায় কেন?

বা

উত্তল লেন্সের আলোককেন্দ্র কাকে বলে তা চিত্রসহ বোঝাও

iv) 220V-100W বাতিটির সর্বাধিক তড়িৎক্ষমতা কত?

বা

একটি ওহমীয় একটি -ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও

v) X (2,8, 2 ) Y ( 2,8, 7) পরমাণুদুটির মধ্যে কী ধরনের বন্ধন দেখা যাবে? এবং গঠিত যৌগের সংকেত কি হবে? 1+1=2

vi) ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দুটি পার্থক্য লেখো

vii) অ্যাসিডযুক্ত CuSO4 দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণসহ লেখো

বা

নাইট্রোলিম কী? এর ব্যবহার উল্লেখ করো। 1+1=2

viii) বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর কপার সবুজ হয়ে যায় কেন?

ix) লাল ব্রোমিন জলের মধ্য দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরসহ লেখো

বা

ডিনেচার্ড স্পিরিট কী? এটির একটি ব্যবহার উল্লেখ করো। 1+1=2

Group-D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 3x12 = 36

i) নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ তিন গুন বৃদ্ধি করায় আয়তন হয় 4500CC গ্যাসের প্রাথমিক আয়তন কত ছিল?

সর্বজনীন গ্যাস ধ্রুবককে সর্বজনীন বলা হয় কেন? 2+1=3

ii) 150 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম চুন কত গ্রাম CO2 পাওয়া যাবে?

প্রমান ঘনত্ব কাকে বলে? 2+1=3

বা

27°C উষ্ণতায় 750 mm Hg চাপে 1 লিঃ CO2 উৎপন্ন করতে কী বিশুদ্ধ MgCO3কে লঘু HCI এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে?

iii) গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও

চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। 2+1=3

বা

পদার্থের তাপ পরিবাহীতাঙ্কের সংজ্ঞা দাও। এর SI একক লেখো। 2+1=3

iv) উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, প্রমাণ করো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্বের দ্বিগুন

বা

কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিত নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল

v) মৌলিক বর্ণ পরিপূরক বর্ণ কাকে বলে? রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? 1+1+1=3

vi) অ্যাম্পিয়ারের সন্তরন সূত্রটি লেখো। LED এর পুরো নাম কী? 2+1=3

vii) শক্তির নিত্যতা সূত্র হিসেবে লেঞ্জের সূত্রটি লেখো

বা

বালোচক্রের ঘূর্ণনের কী পরিবর্তন ঘটবে যদি

a) তড়িৎ প্রবাহ বিপরীতমুখী করা হয়?

b) চুম্বকের মেরু দুটি উল্টে দেওয়া হয়

c) dc এর বদলে ac পাঠানো হয়। 1+1+1=3

viii) নিউক্লিয় বিভাজন কাকে বলে? উদাহরণসহ লেখো

তেজস্ক্রিয়তার একটি একক লেখো। 2+1=3

ix) তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? Li, Be, F N মৌলগুলিকে পারমানবিক ব্যাসার্ধ বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। 2+1

বা

আধুনিক পর্যায় সূত্রটি লেখো, পর্যায় সারণীতে ক্ষার ধাতুসমূহের গ্রুপে হাইড্রোজেনের অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি দাও। 1+2=3

x) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধিকরণের ক্ষেত্রে নীচের বিষয়গুলি লেখ

a) তড়িৎ বিশ্লেষ্য

b) ক্যাথোড

c) অ্যানোড 1+1+1=3

xi) ইউরিয়ার শিল্পোৎপাদনের নীতিটি বিক্রিয়াসহ লেখো

xii) ইথাইল অ্যালকোহলকে 170°C উষ্ণতা গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণসহ লেখো। মনোমার কাকে বলে? 2+1=3

বা

ইথিলিন থেকে কীরূপে ইথেন পাওয়া যায় শর্ত সমীকরণ সহ লেখো। সমগন শ্রেণি বা সমগোত্রীয় শ্রেণি কাকে বলে ? 2+1=3

মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩

     মাধ্যমিক  সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 (Madhyamik 2023 / WB Madhyamik 2023 / MP Exam 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2023 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.webengalstudents.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) সমস্ত বিষয়ের পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik All Subjects Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion / Madhyamik Pariksha All Subjects Suggestion / All Subjects Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা সম্পন্ন হলো । আমাদের ছোট প্রচেষ্টা ছাত্রছাত্রীপরীক্ষার্থীদের উপকারে লাগলে আমরা খুশি হব।আমাদের প্রয়াস  মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 / দশম শ্রেণী সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / দশম শ্রেণী সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ (Madhyamik All Subjects Suggestion 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion 2023 / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion 2023 / Madhyamik Pariksha All Subjects Suggestion 2023 / Madhyamik All Subjects Exam Guide 2023 / Madhyamik All Subjects MCQ , Short , Descriptive  Type Question and Answer 2023 / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) সফল হবে।

ছাত্রছাত্রীপরীক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Suggestion 2023" মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই  www.webengalstudents.in  ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি অনুসরণ করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন ধন্যবাদ।

মাধ্যমিক বাংলা সাজেশন 2023

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023

মাধ্যমিক গণিত সাজেশন 2023            

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

Post a Comment

0 Comments