মাধ্যমিক সাজেশন ২০২৩
Madhyamik Suggestion 2023
আপনি কি আসন্ন মাধ্যমিক পরীক্ষার সাজেশন পিডিএফে ডাউনলোড করতে চাইছেন? তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে রয়েছেন। আমরা এই ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার সাথে জড়িত সমস্ত কিছু অর্থাৎ প্রশ্নপত্র, সাজেশন,মডেল প্রশ্ন শেয়ার করেছি।
সাজেশন পাশাপাশি প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্ন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পোস্টটি সঠিকভাবে পড়ুন যাতে আপনি মাধ্যমিক প্রশ্নপত্রে সমস্ত তথ্য পেতে পারেন। এখানে সমস্ত প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্র রয়েছে। বিগত বহু বছরের প্রশ্নটি এখানে দেওয়া হয়। এটি অবশ্যই আপনাকে আসন্ন পরীক্ষার প্রশ্নপদ্ধতি জানতে সহায়তা করবে। আমাদের পোস্টের একটিমাত্র উদ্দেশ্য রয়েছে যাতে শিক্ষার্থীরা সমস্ত সঠিক তথ্য পেতে পারে। এই ব্লগে প্রশ্নপত্র প্রকাশের একমাত্র উদ্দেশ্য হ'ল শিক্ষার্থীদের প্রশ্নের ফর্ম্যাট বুঝতে সহায়তা করা। এখানে আপনি পিডিএফ আসল প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেন। প্রশ্নটি পিডিএফে ডাউনলোড করুন।
WBBSE Madhyamik Exam Suggestion 2023
মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ – Madhyamik All Subjects Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে। মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal Madhyamik All Subjects Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik All Subjects Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik All Subjects Suggestion 2023 – মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik All Subjects 2023 পরীক্ষা তে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি।
প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এই সাজেশন করা হয়েছে। আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে এবং বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে এই সাজেশন তৈরি করেছি ২০২৩ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য।
Madhyamik
Suggestion 2023
Class-X
Madhyamik
Test Series
Subject-Geography
(Set-I)
1. সঠিক উত্তরটি লেখ :- 1×14 = 14
1.1 আবহবিকারজাত পদার্থ অভিকর্ষের টানে
পর্বতের ঢাল বরাবর নেমে আসার প্রক্রিয়াকে বলে—
a) আরোহন প্রক্রিয়া
b) পুঞ্জিত ক্ষয়
c) অবরোহন
d) আবহবিকার
1.2 ভারতের বৃহত্তম হিমবাহ
a) ল্যাম্বার্ট
b) সিয়াচেন
c) গঙ্গোত্রী
d) কোনটাই নয়
1.3 একটি ঋতুভিত্তিক সমুদ্রস্রোত হল—
a) মৌসুমী স্রোত
b) সুসামী স্রোত
c) আগুলহ্রাস স্রোত
d) বেরিং স্রোত
1.4 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবথেকে বেশী তখন যে জোয়ার হয়
সেটি হল—
a) পেরিজি জোয়ার:
(b) ভরা কোটাল
c) অ্যাপেজি জোয়ার
d) মরা কোটাল
1.5 শিলাময় মরুভূমি সাহারায় যে নামে পরিচিত-
a) হামাদা
b) আর্গ
c) কুম
d) গিবারস
1.6 সংযোজন ভিত্তিক শিল্প হল—
a) অটোমোবাইল
b) পেট্রোরসায়ন
c) লৌহ ইস্পাত
d) কার্পাস বয়ন
1.7 বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য নয়—
a) বন্যা নিয়ন্ত্রণ
b) পর্যটন শিল্পের উন্নয়ন
c) ভূমিক্ষয় রোধ
d) তাপবিদ্যুৎ উৎপাদন
1.8 শিকড় আলগা শিল্পের উদাহরণ হল-
a) অ্যালুমিনিয়াম
b) বস্ত্রবয়ন
c) লৌহ ইস্পাত
d) সবগুলোই
1.9 উদ্ভিদবিহীন ঢালু ভূ-ভাগে খাত সৃষ্টির মাধ্যমে ক্ষয়
প্রক্রিয়াকে বলে—
a) র্যাভাইন ক্ষয়
b) খোয়াই ক্ষয়
c) পাত ক্ষয়
d) নালি ক্ষয়
1.10 ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ-
a) ভূটান
b) মালদ্বীপ
c) শ্রীলঙ্কা
d) নেপাল
1.11 'বল উইভিল' পোকা ক্ষতি করে—
a) পাট গাছ
b) ধান গাছ
c) তুলা গাছ
d) গম গাছ
1.12 মাটির আর্দ্রতা শুকিয়ে শক্ত ইটের মত হয়ে গেলে সেই মাটিকে
বলে—
a) লোহিত
b) পড়জল
c) ল্যাটেরাইট
d) চারনোজেম
1.13 আরব সাগরের রানী হল—
a) কোচি
b) মুম্বাই
c) গোয়া
d) চেন্নাই
1.14 মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে বলে—
a) রান
b) রন
(c) ধান্দ
d) প্রিয়ান
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
2.1 শুদ্ধ/অশুদ্ধ লেখ: 1x6=6
2.1.1 মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হল 'অক্টা'
।
2.1.2 ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন।
2.1.3 পৃথিবীর শুষ্কতম উষ্ণ মরুভূমি থর।
2.1.4 আরোহন পক্রিয়ার একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া।
2.1.5 ভাঙ্গা কাঠ, ইট, বালি
হল e-waste ।
2.1.6 মধ্যপ্রদেশের সাত পুরা শোন ও নর্মদা নদীর জলবিভাজিকা।
2.2 শূন্যস্থান পূরণ কর (যেকোনো 6টি): 1x6
= 6
2.2.1 কাটা আখের মূল থেকে নির্গত চারা হল __________৷
2.2.2 ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত __________৷
2.2.3 বালুকাময় মরুভূমি সাহারায় __________ নামে
পরিচিত।
2.2.4 পিগম্যালিয়ান পয়েন্টের বর্তমান নাম __________৷
2.2.5 কাদা, পলি ও বালির আপেক্ষিক অনুপাত হল __________৷
2.2.6 সকল শিল্পের মেরুদণ্ড __________ শিল্প।
2.2.7 ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর-র স্থলসীমা হল __________৷
2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও : (যেকোন 6টি) 1x6=6
2.3.1 সাইটোটক্সিক বর্জ্য কি?
2.3.2 'স্লিট' বলতে কি বোঝ?
2.3.3 'তাল' বলতে কি বোঝান হয়?
2.3.4 জেরোফাইট কাকে বলে ?
2.3.5 ভারতের জীবনরেখা বলতে কাকে বোঝান হয়।
2.3.6 ‘পোমাম কালচার' কি?
2.3.7 পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
2.3.8 উর্দ্ধ বায়ুমণ্ডলে সমচাপরেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে কি বলে?
2.4 বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখ: 1x4=4
বামদিকের |
ডানদিক |
2.4.1 i) চেন্নাই |
(a) মাদুরাই (b) কোঝিকর (c) সবুজ নগর (d) দিল্লী |
3. সংক্ষিপ্ত উত্তর দাও: 2x6=12
3.1 বন্দরের পশ্চাৎভূমি কি?
অথবা
ভারতের প্রবেশদ্বার ও হাইটেক বন্দর কাদের বলা হয়?
3.2 SPM বলতে কি বোঝ
অথবা
“বরদৈছিলা' কি?
3.3 লেগুন কিভাবে সৃষ্টি হয়?
অথবা
ইউট্রোফিকেশন কি?
3.4 মোহনা সৃষ্টির কারণ হিসাবে শান্ত সমুদ্রের ভূমিকা কি? নর্মদা নদী পশ্চিমবাহিনী কেন?
অথবা
3.5 বায়ুচাপের অনুভূমিক অবক্রম বলতে কি বোঝ?
অথবা
শীতল মহাদেশীয় জলবায়ুর প্রধান 2টি বৈশিষ্ট্য লেখ।
3.6 আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র কি?
অথবা
পিক্সেল কি?
4. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও:- 3x4=12
4.1 ধারন অববাহিকা কাকে বলে উদাহরণ সহ লেখ।
অথবা
মগ্নচড়া কি?
4.2 করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টি হয় কেন?
অথবা
ভারতে শীতকাল শুষ্ক কেন ?
4.3 কেটল ও কেটল হ্রদ কি?
অথবা
লা নিনা ও লা নাদা কি?
4.4 শিপিং লাইন ও শিপিং লেন কি?
অথবা
ভারতের নগরায়নের ওটি সমস্যা উল্লেখ কর।
5.1 যেকোন ২টি প্রশ্নের উত্তর দাও :- 5x2=10
5.1.1 নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপের বর্ণনা দাও।
5.1.2 সমুদ্রস্রোত অথবা জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখ।
5.1.3 বায়ুর সঞ্চয়জাত তিনটি ভূমিরূপ-র বর্ণনা দাও।
5.1.4 বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের গুরুত্বপূর্ণ 5টি কারণ ব্যাখ্যা কর।
5.2 যেকোন 2টি প্রশ্নের উত্তর দাও : 5x2=10
5.2.1 দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ কর।
5.2.2 উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তুলনা কর।
5.2.3 ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা।
5.2.4 পশ্চিমভারতে কার্পাস বয়নশিল্পের একদেশীভবন কারণগুলি লেখ।
6. মানচিত্রে চিহ্নিত কর—1X10 = 10
i) কারাকোরাম পর্বত
ii) গোদাবরী নদী
iii) সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
iv) উত্তর ভারতের গম বলয়
v) দূর্গাপুর
vi) সোনালী চতুর্ভূজ
vii) বেঙ্গালুরু
viii) পানাজী
ix) মরু উদ্ভিদ
x) কলকাতা
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩
মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 (Madhyamik 2023 / WB Madhyamik 2023 / MP Exam 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2023 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.webengalstudents.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) সমস্ত বিষয়ের পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik All Subjects Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion / Madhyamik Pariksha All Subjects Suggestion / All Subjects Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা সম্পন্ন হলো । আমাদের ছোট প্রচেষ্টা ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে আমরা খুশি হব।আমাদের প্রয়াস মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 / দশম শ্রেণী সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / দশম শ্রেণী সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ (Madhyamik All Subjects Suggestion 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion 2023 / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion 2023 / Madhyamik Pariksha All Subjects Suggestion 2023 / Madhyamik All Subjects Exam Guide 2023 / Madhyamik All Subjects MCQ , Short , Descriptive Type Question and Answer 2023 / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) সফল হবে।
ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Suggestion 2023" মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই www.webengalstudents.in ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি অনুসরণ করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
মাধ্যমিক বাংলা সাজেশন 2023
মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023
মাধ্যমিক গণিত সাজেশন 2023
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023
0 Comments