মাধ্যমিক সাজেশন ২০২৩
Madhyamik Suggestion 2023
আপনি কি আসন্ন মাধ্যমিক পরীক্ষার সাজেশন পিডিএফে ডাউনলোড করতে চাইছেন? তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে রয়েছেন। আমরা এই ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার সাথে জড়িত সমস্ত কিছু অর্থাৎ প্রশ্নপত্র, সাজেশন,মডেল প্রশ্ন শেয়ার করেছি।
সাজেশন পাশাপাশি প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। বিগত কয়েক বছরের প্রশ্ন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পোস্টটি সঠিকভাবে পড়ুন যাতে আপনি মাধ্যমিক প্রশ্নপত্রে সমস্ত তথ্য পেতে পারেন। এখানে সমস্ত প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্র রয়েছে। বিগত বহু বছরের প্রশ্নটি এখানে দেওয়া হয়। এটি অবশ্যই আপনাকে আসন্ন পরীক্ষার প্রশ্নপদ্ধতি জানতে সহায়তা করবে। আমাদের পোস্টের একটিমাত্র উদ্দেশ্য রয়েছে যাতে শিক্ষার্থীরা সমস্ত সঠিক তথ্য পেতে পারে। এই ব্লগে প্রশ্নপত্র প্রকাশের একমাত্র উদ্দেশ্য হ'ল শিক্ষার্থীদের প্রশ্নের ফর্ম্যাট বুঝতে সহায়তা করা। এখানে আপনি পিডিএফ আসল প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেন। প্রশ্নটি পিডিএফে ডাউনলোড করুন।
WBBSE Madhyamik Exam Suggestion 2023
মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ – Madhyamik All Subjects Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে। মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal Madhyamik All Subjects Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik All Subjects Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik All Subjects Suggestion 2023 – মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik All Subjects 2023 পরীক্ষা তে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি।
প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এই সাজেশন করা হয়েছে। আমরা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে এবং বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে এই সাজেশন তৈরি করেছি ২০২৩ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য।
Madhyamik Suggestion 2023
Class-X
Subject-History (Set-I)
বিভাগ- ক
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। (১×২০=২০)
১.১ 'সন্ধ্যা' পত্রিকার সম্পাদক ছিলেন-ক) ঈশ্বর গুপ্ত
খ) কৃষ্ণকুমার মিত্র
গ) বঙ্কিমচন্দ্র
ঘ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
১.২ ঋত্বিক ঘটকের নির্মিত একটি চলচ্চিত্রের নাম হলো— ক) সোনার কেল্লা
খ) মেঘে ঢাকা তারা
গ) অপরাজিত
ঘ) রাজা হরিশচন্দ্র
১.৩ 'স্কুল বুক সোসাইটি' প্রতিষ্ঠিত হয়—
ক) ১৮১৩ খ্রি.
খ) ১৮১৭ খ্রি.
গ) ১৮২৪ খ্রি.
ঘ) ১৮৩৫ খ্রি.
১.৪. 'তুহাফ-উল-মুয়াহিদ্দিন' পুস্তিকাটি রচনা করেন—
ক) বিদ্যাসাগর
খ) সৈয়দ আহমেদ
গ) ডিরোজিও
ঘ) রামমোহন রায়
১.৫ 'নব্য বাংলা চিত্রকলা' রীতির অগ্রদূত বলা হয়-
ক) গগনেন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যজিৎ রায়
গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুকুমার রায়কে
১.৬ রংপুর বিদ্রোহ হয়েছিল—
ক) ১৭৭০ খ্রি.
খ) ১৭৮৩ খ্রি.
গ) ১৭৯৭ খ্রি.
ঘ) ১৮৫৬ খ্রি.
১.৭ ভারতের প্রথম নীলকর হলেন—
ক) কার্ল ব্ল্যাম
খ) জেমস লঙ
গ) লারমুর সাহেব
ঘ) লুই বোনার্ড
১. 'পরিব্রাজক' গ্রন্থটির রচয়িতা হলেন-
ক) বঙ্কিমচন্দ্র
খ) বিদ্যাসাগর
গ) বিবেকানন্দ
ঘ) রবীন্দ্রনাথ
১.৯ ঠাকুর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়- ক) ১৮৪৩ খ্রি.
খ) ১৮৫২ খ্রি.
গ) ১৮৬৭ খ্রি.
ঘ) ১৮৭৬ খ্রি.
১.১০ কার আমলে দেশীয় ভাষা সংবাদপত্র আইনটি প্রত্যাহৃত হয় ?
ক) লর্ড রিপন
খ) লর্ড লিটন
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড ক্যানিং
১.১১ পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) কুষ্ঠিয়া
ঘ) রংপুর
১.১২ ‘বাংলার গুটেনবার্গ' বলা হত—
ক) উইলিয়াম কেরি
খ) গিলক্রিস্ট
গ) চার্লস উইলকিন্স
খ) ফেলিক্স কেরিকে
১.১৩ ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল—
ক) খেদা
খ) আমেদাবাদ
গ) চম্পারণ
ঘ) রাওলাট ।
১.১৪ র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন—
ক) সুভাষচন্দ্র
খ) লালা লাজপৎ রায়
গ) ফজলুল হক
ঘ) মানবেন্দ্রনাথ রায়
১.১৫ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন—
ক) মালাবারে
খ) বাংলায়
গ) যুক্তপ্রদেশে
ঘ) অন্ধ্রে
১.১৬ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-
ক) বীণা দাস
খ) কমলাদেবী চট্টোপাধ্যায়
গ) কল্পনা দত্ত
ঘ) বেগম রোকেয়া
১.১৭ বুড়িবালামের তীরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে নেতৃত্ব দেন—
ক) সূর্য সেন
খ) ভগৎ সিং
গ) অরবিন্দ ঘোষ
ঘ) বাঘাযতীন
১.১৮ ‘দেশপ্রিয়' নামে পরিচিত ছিলেন—
ক) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
খ) বীরেন্দ্রনাথ শাসমল
গ) সূর্য সেন
ঘ) চিত্তরঞ্জন দাশ
১.১১ দেশীয় রাজ্য ছিল ---
ক) বোম্বে
খ) ভোপাল
গ) জয়পুর
ঘ) হায়দ্রাবাদ
১.২০ দি মার্জিনাল মেন' বা 'প্রান্তিক মানব' গ্রন্থের লেখক হলেন-
ক) আবু ইসহাক
খ) শঙ্খ ঘোষ
গ) প্রফুর চক্রবর্তী
ঘ) প্রফুর রায়
২) নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)
২.১.১ ইকো-ফেমিনিজম বা নারীবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
২.১.২ বাংলায় প্রথম বিধবা বিবাহের পাত্র কে ছিলেন? ২.১.৩ 'স্বদেশ বান্ধব সমিতি'র প্রতিষ্ঠাতা কে?
২.১.৪ 'মহর্ষি' দাতব্য চিকিৎসালয় কোথায় স্থাপিত হয়।
২.২.২ ফরাজি আন্দোলনের নেতা ছিলেন মির নিশার আলি।
২.২.৩ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
২.২.৪ স্বামী বিদ্যানন্দ বিহারের মধুবনীতে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন ।
'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও: ১×৪=৪
'ক' স্তম্ভ | 'খ' স্তম্ভ |
২.৩.১ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন | (১) |
২.৩.২ ইন্ডিয়ান লিগ | (২) |
২.৩.৩ জাতীয় শিক্ষা পরিষদ | (৩) |
২.৩.৪ নারী কর্মমন্দির | (৪) সত্যেন্দ্রনাথ ঠাকুর |
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা
২.৪.২. সূর্য সেনের বিপ্লবী কেন্দ্র - চট্টগ্রাম
২.৪.৩ ঢাকা
২.৪.৪ দেশীয় রাজা জুনাগড়
২.৫.১ বিবৃতি : সন্ন্যাসী-ফকির বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক। আদায়ের দাবি জানিয়েছিল।
ব্যাখ্যা-১ : জমিদারেরা তাদের কাছে অত্যাধিক গৃহকর দাবি করে।
ব্যাখ্যা-২ : সন্ন্যাসী-ফকিররা উৎপাদিত শস্যের সঠিক দাম পেত না।
ব্যাখ্যা-৩ : ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের কাছে মাথাপিছু তীর্থকর
২.৫.২ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর 'গোরা' উপন্যাস লিখেছিলেন।
ব্যাখ্যা-১ : সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করে। ব্যাখ্যা-২ : পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা-৩ : ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য।
২.৫.৩ বিবৃতি : বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল—
ব্যাখ্যা-১ : এই আন্দোলনের ভিত্তি ছিল অহিংস সত্যাগ্রহ। ব্যাখ্যা-২: এই আন্দোলনের নেতারা ছিলেন সহিংস।
ব্যাখ্যা-৩ : সর্দার বল্লভভাই প্যাটেলের সাংগঠনিক শক্তিতে।
২.৫.৪ বিবৃতি : গুজরাটের সবরমতী আশ্রম থেকে পায় হেঁটে গান্ধীজি ডান্ডিতে পৌঁছান।
ব্যাখ্যা-১: পদব্রজে ভ্রমণের জন্য।
ব্যাখ্যা-২ : লবণ আইন ভঙ্গের জন্য।
ব্যাখ্যা-৩ : ভারত ছাড়ো আন্দোলনের জন্য।
৩.১ মহাফেজখানা কি?
৩.২ ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের দুটি অসুবিধা উল্লেখ করো।
৩.৩ ইয়ং বেঙ্গল দলের প্রধান উদ্দেশ্য কি ছিল?
৩.৪ হাজি মহম্মদ মহসিন কে ছিলেন?
৩.৫ 'বিপ্লব' বলতে কি বোঝায় ?
৩.৬ ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল?
৩.৭ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি ছিল?
৩.৮ জাতীয়তাবাদ বলতে কি বোঝ?
৩.৯ শ্রীনিকেতন কি উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল ?
৩.১০ রাধানাথ শিকদার বিখ্যাত কেন?
৩.১১ বাংলা বিভাজনের পশ্চাতে ঔপনিবেশিক সরকারের উদ্দেশ্য কি ছিল?
৩.১২ তেভাগা আন্দোলন কি?
৩.১৩ 'অলিন্দ যুদ্ধ' কি?
৩.১৪ তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল?
৩. ১৫ পোত্তি শ্রীরামালু কে ছিলেন?'
৩.১৬ রাজ্য পুনর্গঠন কমিশনের (S.R.C) সদস্য কারা ছিলেন?
৪.২ ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি ছিল?
৪.৪ সিপাহী বিদ্রোহকে কেন তুমি জাতীয় বিদ্রোহ বলবে?
৪.৮ হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল?
৫.১ নারী সমাজের কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান কী ছিল? নারী শিক্ষার প্রসারে বেথুন সাহেবের কি ভূমিকা ছিল? (৩+৫)
৫.২ বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ভূমিকা আলোচনা করো। ৮
৫.৩ দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। ৮
----------------
মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩
মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 (Madhyamik 2023 / WB Madhyamik 2023 / MP Exam 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2023 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.webengalstudents.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) সমস্ত বিষয়ের পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik All Subjects Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion / Madhyamik Pariksha All Subjects Suggestion / All Subjects Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা সম্পন্ন হলো । আমাদের ছোট প্রচেষ্টা ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে আমরা খুশি হব।আমাদের প্রয়াস মাধ্যমিক সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 / দশম শ্রেণী সমস্ত বিষয়ের পরীক্ষা 2023 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ / দশম শ্রেণী সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ (Madhyamik All Subjects Suggestion 2023 / West Bengal Board of Secondary Education – WBBSE All Subjects Suggestion 2023 / Madhyamik Class 10th All Subjects Suggestion 2023 / Class X All Subjects Suggestion 2023 / Madhyamik Pariksha All Subjects Suggestion 2023 / Madhyamik All Subjects Exam Guide 2023 / Madhyamik All Subjects MCQ , Short , Descriptive Type Question and Answer 2023 / Madhyamik All Subjects Suggestion 2023 FREE PDF Download) সফল হবে।
ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Suggestion 2023" মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশন ২০২৩ ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই www.webengalstudents.in ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি অনুসরণ করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
মাধ্যমিক বাংলা সাজেশন 2023 (
মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023
মাধ্যমিক গণিত সাজেশন 2023
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023
0 Comments