মাধ্যমিক সিলেবাস ২০০২ | মাধ্যমিক সিলেবাস পিডিএফ ডাউনলোড | Madhyamik Reduced Syllabus 2022 | Madhyamik Reduced Syllabus Pdf Download |Madhyamik 2002 Syllabus |

Madhyamik Reduced Syllabus 2022

মাধ্যমিক পাঠ্যক্রম ২০০২

বিগত বছরের ন্যায় এই বছর অর্থাৎ ২০০২ সালের মাধ্যমিক পরীক্ষা হবে নতুন সিলেবাস অনুযায়ী।অর্থাৎ পাঠ্যক্রমের ৩০%-৩৫% হ্রাস করা হয়েছে।

madhyamik reduced syllabus

Madhyamik Reduced Syllabus Pdf Download

মাধ্যমিক সিলেবাস পিডিএফ ডাউনলোড

মঙ্গলবার রাজ্য মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি কল্যাণময় গাঙ্গুলীর জারি করা বিজ্ঞপ্তিতে সমস্ত স্কুল এবং শিক্ষার্থীদের বলা হয়েছে যে সমস্ত বিষয়ের পাঠ্যক্রম-প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা, গণিত,ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল ৩০-৩৫% কমিয়ে দেওয়া হয়েছে।

Madhyamik 2002 Syllabus

মাধ্যমিক ২০০২ সিলেবাস

সূত্র থেকে জানায যায়,গত বছরের নভেম্বরে রাজ্য সিলেবাস সংস্কার কমিটি সুপারিশ করেছিল যে মহামারী চলাকালীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সিলেবাস হ্রাস করা উচিত কারণ কোনো শারীরিক ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না।এই পদক্ষেপটি সিবিএসই(CBSE) এবং সিআইএসসিই(CISCE) কে অনুসরন করে করা। 

Wbbse Madhyamik Syllabus

ডব্লুবিবিএসই মাধ্যমিক সিলেবাস

পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন,আগের বছরের মতো সিলেবাস ৩০%-৩৫% কমানো হয়েছে। তিনি আরও বলেন,হঠাৎ করে সিলেবাস সংক্ষিপ্ত করা কোন সমাধান হতে পারে না কিন্তু বর্তমান পরিস্থিতির কথা ভেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সিলেবাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments