ইতিহাস।অনার্স।২০২১।CC-4|

Calcutta University Question Paper

T(2nd Sm.)-History-H/CC-4/CBCS

2021

HISTORY HONOURS

Paper: CC-4

Full Marks: 65

Candidates are required to give their answers in their own words as far as practicable.

Candidates can choose either Group - A or Group - B, Group C is compulsory.

History honours question paper

প্রান্তলিখিত সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক।

বিভাগ -ক

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :১×১৫
(ক) আরবদের একটি যাযাবর গোষ্ঠীর নাম লেখো।
(খ) বেদুইন সমাজব্যবস্থার সাংগঠনিক ভিত্তি কী ছিল?
(গ) বেদুইন জাতির সাংস্কৃতিক অভিব্যক্তির মাধ্যম কী ছিল?
(ঘ) আরব ইতিহাসের উপর পি. কে. হিট্টি (P. K. Hitti) রচিত গ্রন্থের নাম লেখো।
(ঙ) বেদুইনাদের যে-কোনো একটি বাণিজ্যিক পণ্যের উল্লেখ করো।
(চ) মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে বেদুইনদের যাতায়াতের মাধ্যম কী ছিল?
(ছ) কেইন জাতির প্রধান বৃত্তি কী ছিল?
(জ) বেদুইনদের প্রধানকে কী নামে ডাকা হত?
(ঝ) "মোঙ্গল" শব্দটির অর্থ কী?
(ঞ) চেঙ্গিস খানের প্রকৃত নাম কী?
(ট) 'গোল্ডেন হোর্ড' বলতে কী বোঝায়।
(ঠ) সেলজুক কারা ছিলেন।
(ড) অটোমান তুর্কি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন।
(ঢ) কবলাই খানের মোগল সাম্রাজ্যের নাম কী ছিল?
(ণ) ১৪৫৩ খ্রিস্টাব্দের তাৎপর্য কী?

Calcutta University History Question Paper

২। যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :৫×৪
(ক) বেদুইনদের জীবনযাত্রা সংক্ষেপে আলোচনা করো।
(খ) বেদুইনদের গোষ্ঠী সংগঠন সংক্ষেপে আলোচনা করো।
(গ) বেদুইনদের গীতিকবিতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
(ঘ) মধ্য এশিয়ার বাণিজ্যে সিল্ক রুটের গুরুত্ব কী ছিল?
(ঙ) কুবলাই খানের রাজত্বকালকে কি মোঙ্গল শাসনের স্বর্ণযুগ বলা যায় ?
(চ) তুলি বেগ-এর নেতৃত্বে সেলজুক শাসননীতির বিবর্তন আলোচনা করো।
(ছ) মোঙ্গলদের ইতিহাসে 'গোল্ডেন হোর্ড' সাম্রাজ্যের গুরুত্ব কী ছিল?
(জ) অটোমান তুর্কি সাম্রাজ্যের জানিসারিদের ভূমিকা আলোচনা করো।
৩। যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :১০×২
(ক) বেদুইন যাযাবর সমাজে মহিলাদের অবস্থান আলোচনা করো।
(খ) বেদুইনদের সাংস্কৃতিক কার্যকলাপের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
(গ) অটোমান তুর্কিদের শাসনব্যবস্থা আলোচনা করো।
(ঘ) চেঙ্গিস খানের কৃতিত্বের মুল্যায়ন করো।
(ঙ) তুমি কি মনে করে। মোঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে?

বিভাগ - খ

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :১×১৫
(ক) রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো একটি কারণ উল্লেখ করো।
(খ) রোমান ইতিহাসের ওপর এডওয়ার্ড গিবন রচিত গ্রন্থটির নাম লেখো।
(গ) শার্লমানের সমকালীন পোপ কে ছিলেন?
(ঘ) ক্যারোলিঞ্জীয় নবজাগরণের প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন?
(ঙ) টমাস আলকুইন কে ছিলেন?
(চ) দ্বাদশ শতকীয় নবজাগরণের একজন কবির নাম লেখো।
(ছ) রজার বেকন কে ছিলেন?
(জ) ইনভেস্টিচার দ্বন্দ্ব'-এর সময় পোপ কে ছিলেন?
(ঝ) মধ্যযুগের ইউরোপের একটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের নাম লেখো।
(ঞ) মধ্যযুগের ইউরোপে একটি বিখ্যাত মঠ সম্প্রদায়ের নাম লেখো।
(ট) 'কর্ভি' কী ছিল?
(ঠ) প্রথম ক্রুসেডের সূচনা করে হয়েছিল?
(ড) মধ্যযুগের ইউরোপের একটি বিশিষ্ট শিল্পরীতির উল্লেখ করো।
(ঢ) সামন্ততন্ত্রের পতন নিয়ে গবেষণা করেছেন এমন এক পণ্ডিতের নাম লেখো।
(ণ) হেনরি পিরেন রচিত একটি গ্রন্থের নাম লেখো।


২। যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :৫×৪
(ক) 'পিরেন তত্ত্ব' বলতে কী বোঝো?
(খ) মধ্যযুগের ইউরোপে নারীর স্থান সম্পর্কে সংক্ষিপ্ত টাকা লেখো।
(গ) দ্বাদশ শতকীয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টাকা লেখো।
(ঘ) মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের প্রেক্ষিত বিচার করো।
(ঙ) 'ইনভেস্টিচার দ্বন্দ্ব' কী?
(চ) ম্যানর ব্যবস্থা কেমন ছিল?
(ছ) খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক আলোচনা করো।
(জ) 'ক্লুনি সংস্কার আন্দোলন' সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
৩। যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:১০×২
(ক) রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি ব্যাথা করো।
(খ) ক্যারোলিঞ্জায় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো।
(গ) মধ্যযুগের ইউরোপে শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো।
(ঘ) ইউরোপীয় সামতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী কী ছিল?

বিভাগ - গ

৪। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :১০×১
(ক) হজরত মহম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
(খ) ক্রুসেড কি নিছক ধর্মযুদ্ধ ছিল?

Post a Comment

0 Comments